একুশে ফেব্রুয়ারী       জহির রায়হান একুশে ফ্রেব্রুয়ারী  উপন্যাসটি বিখ্যাত উপন্যাসিক  জহির রায়হান   এর  এক অনবদ্য সৃষ্টি। তিনি ভাষা আন্দোলনে...

Ekushe February by Zahir Raihan

Ekushe February by Zahir Raihan

Ekushe February by Zahir Raihan

8 10 99

একুশে ফেব্রুয়ারী   
  জহির রায়হান


একুশে ফ্রেব্রুয়ারী
 উপন্যাসটি বিখ্যাত উপন্যাসিক জহির রায়হান 
এর এক অনবদ্য সৃষ্টি। তিনি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে একটি চলচ্চিত্র নির্মাণ করতে চেয়েছিলেন, এ উপন্যাসটি সেই উদ্দেশ্যেই ১৯৭০ সালে লেখা।

বায়ান্ন সালের ভাষা আন্দোলন শুধু এদেশের রাজনীতির ক্ষেত্রে নয়, শিল্প সংস্কৃতির ক্ষেত্রেও নতুন চেতনাপ্রবাহ সৃষ্টি করেছিল; এই চেতনা ছিল অসাম্প্রদায়িক, গণতান্তিক এবং সামাজিক মূল্যবোধসঞ্জাত|কাচের দেয়াল  চলচ্চিত্র নির্মাণের পরে তিনি একুশে ফেব্রুয়ারী নামে একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেন; কিন্তু তিনি তা করতে পারেননি| পরবর্তিতে তিনি জীবন থেকে নেয়া চলচ্চিত্রে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট যোগ করেন এবং তার অপ্রকাশিত চলচ্চিত্রকে উপন্যাস আকারে প্রকাশ করেন|









0 Comments: